মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় (চারটা গ্রুপে) সর্বমোট ১৭৭ জন শিশু- কিশোর অংশগ্রহণ করে। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা প্রশাসক মানিকগঞ্জ মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রানোরাম কান্তি চৌধুরী। এ প্রতিযোগিতা আয়োজনে জেলা শিশু একাডেমী সার্বিক সহযোগিতা করেন। শিশু একাডেমি কর্তৃক মূল্যায়নের পর ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য চিত্রাংকনের পর অংশগ্রহণকারীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস