১৪/০৭/২০২৪ তারিখ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রেহেনা আকতার, জেলা প্রশাসক, মানিকগঞ্জ। অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্বের সভাপতিত্বে অনুষ্ঠানটি সকাল ৯:০০ ঘটিকায় এক বিশাল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যাত্রা শুরু করে। র্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক , অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, জেল সুপার, জেলা কারাগার, জেলার সকল দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি সহ প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের পক্ষে হতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপপরিচালক জনাব মোঃ হামিমুর রশীদ। তিনি দপ্তরের প্রচার-প্রসার , অপারেশনাল কার্যক্রম, জনসচেতনতামূলক কার্যক্রম( শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে 'মাদককে না বলুন' কর্মসূচি বাস্তবায়ন) সহ , বিভিন্ন প্রকার বৈধ মাদকের লাইসেন্স, রাজস্ব আদায়, বিচারাধীন মামলা, মামলার রায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্জন জনসম্মুখে তুলে ধরেন। এ সময় মাদকবিরোধী আরো বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক। সিভিল সার্জন, মানিকগঞ্জ, জেলা শিক্ষা অফিসার, মানিকগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা পরিষদ, মানিকগঞ্জ, অধ্যক্ষ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ সহ পুলিশ সুপার, মানিকগঞ্জের প্রতিনিধি। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস