Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৭/১২/২০২৪ অভিযান: ০৬টি মামলা- ০৩টি আসামী ০৩জন আলামতঃ গাঁজা ৩০০ গ্রাম।
বিস্তারিত

অভিযাডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৭/১২/২০২৪ অভিযান: ০৬টি মামলা- ০৩টি আসামী ০৩জন আলামতঃ গাঁজা ৩০০ গ্রাম।ন ও মামলা সংক্রান্ত তথ্যঃ


 

 

মোবাইল কোর্ট মামলা  সংক্রান্ত তথ্যঃ


১। মোঃ হৃদয়  (২০), পিতা আরশেদ  আলী  , মাতা সেলিনা  বেগম, সাং পশ্চিম দাশড়া ,  থানা জেলা মানিকগঞ্জকে  পশ্চিম দাসড়া  এলাকা হতে  ১০০ গ্রাম   গাঁজা সহ তাকে  গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৪৪/২৪, তারিখ ১৭/১২/২৪


 ২। মোঃ  রিয়াজ আহমেদ অনিক  (১৮), পিতা  ওসমান গনি  ,  মাতা  নাসিমা বেগম, সাং পশ্চিম দাশড়া , থানা ও জেলা মানিকগঞ্জকে পশ্চিম দাশড়া  এলাকা হতে ১০০(  একশত) গ্রাম গাঁজা  সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৪৫/২৪, তারিখ ১৭/১২/২৪ ইং। 

৩। আশিকুর রহমান (২২), পিতা মৃত আবেদ আলী,  মাতা জুলেখা বেগম, সাং পশ্চিম দাশড়া,  থানা ও  জেলা  মানিকগঞ্জকে পশ্চিম দাশড়া এলাকা হতে ১০০( একশত) গ্রাম গাঁজা সহ তাকে   গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে  মোবাইল কোর্টে মামলা হয়।  মোবাইল কোর্ট মামলা নং ১৪৬/২৪ ১৭/১২/২৪। 


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ সদর জনাব শেখ মেজবাহ- উল-  সাবেরিন কর্তৃক প্রত্যেক আসামীকে  ০১ বছর  বিনাশ্রম কারাদন্ড ও   সর্বমোট ৬০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।  আসামীদেরকে  জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/12/2024
আর্কাইভ তারিখ
31/10/2025