০৩/০১/২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ কর্তৃক ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট, মানিকগঞ্জের শিক্ষক মন্ডলী ও সকল শিক্ষার্থীদের নিয়ে 'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ' বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ হামিমুর রশীদ। বিশেষ আলোচক প্রকৌশল ডঃ মুহাম্মদ ফারুক হোসেন, পরিচালক, ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট, মানিকগঞ্জ। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নুর হোসেন, জেলা তথ্য অফিসার, মানিকগঞ্জ। এ সময় প্রধান আলোচক তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের কে আচরণ বিধি, সততা ও দেশপ্রেম সহ বিভিন্ন নৈতিক শিক্ষা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন। বক্তব্য শেষে তিনি মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধান অতিথি ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালকের হাতে মাদকবিরোধী এক্রেলিক PVC বোর্ড তুলে দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস