০৭/১২/২০২৩ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জে মানব সম্পদ উন্নয়ন সংস্থা, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত একটি মাদকবিরোধী আলোচনা সভা ও মাদকবিরোধী এক্রেলিক PVC বোর্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ হামিমুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর হোসেন, জেলা তথ্য অফিসার, মানিকগঞ্জ। মোহাম্মদ আব্দুল্লাহ, সভাপতি, মানব সম্পদ উন্নয়ন সংস্থা, মানিকগঞ্জ। মোঃ শহিদুল ইসলাম মোল্লা, সভাপতি, মনসুর উদ্দিন উচ্চ বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সভাপতি, মানব সম্পদ উন্নয়ন সংস্থা, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয় এর শিক্ষার্থী, প্রধান শিক্ষক,অন্যান্য শিক্ষক মন্ডলী সহ অভিভাবকবৃন্দ এবং স্থানীয় একটি অ্যাথলেটিক ক্লাব এর কমিটি ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য নির্দেশ প্রদান করেন এছাড়া তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণ সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেন। এবং উপস্থিত অভিভাবক ও জনতা কে স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে ধরিয়ে দেয়ার জন্য বলেন। এবং মাদকের বিরুদ্ধে সকল পেশা/শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দেন। বক্তব্য শেষে তিনি মাদকের স্লোগান সম্বলিত একটি এক্রেলিক PVC বোর্ড স্থানীয় অ্যাটলেটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন এবং এলাকায় মাদকের প্রভাব বিস্তার রোধে ক্লাবটিকে সর্বদা একটিভ থাকার জন্য নির্দেশনা দেন। এবং যে কোনো সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ সর্বদা তাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস