২১/০৩/২৪ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মানিকগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), মানিকগঞ্জ কর্তিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর প্রশিক্ষনার্থীদের নিয়ে উপব্যবস্থাপক, বিসিক, জেলা কার্যালয, মানিকগঞ্জের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেহেনা আকতার, জেলা প্রশাসক, মানিকগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হামিমুর রশীদ , উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত, মানিকগঞ্জ। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ , টিটিসি, মানিকগঞ্জ সহ টিটিসির সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী বৃন্দ। এ সময় বিশেষ অতিথি তার বক্তব্যে উদ্যোক্তা ও টিটিসির সকল প্রশিক্ষনার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উদ্যোক্তাদের সর্বদা সংশ্লিষ্ট থাকার জন্য আহ্বানও জানান। উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে মাদকের ভয়াবহতা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মিলিতভাবে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস