১৮/০৯/২০২২ খ্রিঃ তারিখ ডি এন সি মানিকগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট অভিযান ০৫ টি, মোবাইল কোর্টে মামলার সংখ্যা ০২ টি, গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ০২ জন, উদ্ধার কৃত আলামতের পরিমাণ হেরোইন ৫.৫( পাঁচ দশমিক পাঁচ) গ্রাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রত্যেক আসামিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/ অর্থ দন্ডে দন্ডিত করা হয়। আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।